এজি লাভলু, ঢাকা ব্যুরো চিফ: গত ১৮ অক্টোবর ২০২২ ইং সন্ধ্যায় ঢাকা বনানীস্থ শেরাটন হোটেলে বিশ্বের বৃহত্তম এশিয়া ও প্যাসিফিক সীড এ্যাসোসিয়েশনের (APSA) বাংলাদেশের সদস্যদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিজ্ঞানী ড. মোঃ আলী আফজাল ম্যানেজিং ডাইরেক্টর কৃষিবিদ গ্রুপ। প্রধান অতিথির বক্তব্যে তিনি APSA আসন্ন থাইল্যান্ডের সন্মেলনে কার্যকরী পরিষদ সদস্য নির্বাচনে সকল সদস্যদের নিকট সহযোগিতার আহবান জানান।

এ সময় উপস্থিত ছিলেন বিএসএ এর সভাপতি, এসিআই এর চেয়ারম্যান আনিস উদ দৌলা, প্রাক্তন বিএসএ এর সভাপতি আব্দুল আউয়াল মিন্টু, চেয়ারম্যান লাল তীর সীড লিমিটেড, আনোয়ার ফারুক, প্রাক্তন সচিন কৃষি মন্ত্রণালয়, আতাউস সোপান মালিক ম্যানেজিং ডাইরেক্টর এআর মালিক সীড প্রাইভেট লিমিটেড, বিএসএ এর জেনারেল সেক্রেটারি, এ এইচ এম হুমায়ুন কবির ম্যানেজিং ডাইরেক্টর সুপ্রিম সীড কোম্পানি, মোহাম্মদ আবু তাহের, প্রাপাইটার ইউনাইটেড সীড, মালিক মোহাম্মদ রুবাইয়াত এক্সিটিভ ডাইরেক্টর মল্লিকা সীড কোম্পানি, মোঃ হেদায়েতুল ইসলাম শাহীন প্রোপাইটার কাশেম সীড কোম্পানি, কৃষিবিদ শরিফ মোঃ তসলিম রেজা ম্যানেজিং ডাইরেক্টর কৃষিবিদ সীড লিমিটেড, আব্দুল বাশেত বেপারী চেয়ারম্যান মাসুদ সীড কোম্পানি, কৃষিবিদ মোঃ সাজাদ ফেরদৌস শিশির সিনিয়র জিএম কৃষিবিদ সীড লিমিটেড, মাহমুদ হাসান প্রিন্স সিইও ব্যাবিলন এগ্রো এন্ড ডেইরি লিমিটেড, এমরান হোসেন জয়েন্ট সেক্রেটারি বাংলাদেশ সীড এ্যাসোসিয়েশন, মনির হোসেন ডিজিএম মার্কেটিং ব্র্যাক বাংলাদেশ প্রমুখ।

এশিয়া ও প্যাসিফিক সীড এ্যাসোসিয়েশন (এপিএসএ) ১৯৯৪ সালে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মান সম্পন্ন বীজ উৎপাদন ও বিপণনের প্রচারের লক্ষ্যে খাদ্য ও কৃষি সংস্থা (FAO) এবং DANIDA এর সহযোগিতায় প্রতিষ্ঠিত হয়েছিলো। বর্তমানে APSA বিশ্বের বৃহত্তম আঞ্চলিক বীজ সমিতি। এর নির্বাহী কমিটির সদস্য হিসাবে নির্বাচনে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসাবে উপস্থিত সকলে ড. আলী আফজালকে ভোট প্রদান এবং তাদের সকল পার্টনারদেরকে বাংলাদেশের প্রতিনিধির পক্ষে ভোটে উৎসাহ প্রদানে একমত হোন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন