নিজস্ব প্রতিবেদকঃ
কুড়িগ্রাম জেলা শাখা জাতীয় সাংস্কৃতিক পার্টির আহবায়ক কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম জেলা জাতীয় পার্টির কার্যালয়ে জেলা জাতীয় সাংস্কৃতিক কমিটির আহবায়ক মোঃ আব্দুল হামিদের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। পরিচিতি সভার শুভ উদ্বোধন করেন জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ ফজলুল হক ( সাবেক ভিপি ভূরুঙ্গামারী সরকারি কলেজ)। প্রধান অতিথি আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ জাতীয় সাংস্কৃতিক পার্টির সাংগঠনিক কার্যক্রম গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা মুলক পরামর্শ দেন। এসময় উপস্থিত ছিলেন মোঃ মজিদুল ইসলাম খোকন ( সঙ্গিত শিল্পী বাংলাদেশ বেতার রংপুর), লিলি আক্তার,ফরিদা বেগম (পরি), লাভলু রহমান কবি ও সাংবাদিক আসাদুজ্জামান খোকন প্রমুখ।