রাজীবপুর(কুড়িগ্রাম)প্রতিনিধি
চিলমারী উপজেলার নয়ারহাট ইউনিয়নের দক্ষিণ খাউরিয়ার চর গ্রামে ৮ বছর বয়সী এক শিশুকে যৌন নিপিড়ন করার অভিযোগে আব্দুর রাজ্জাক(৪৮) নামের একজনকে আটক করেছে ঢুষমারী থানার পুলিশ।
আটককৃত আব্দুর রাজ্জাকের পিতার নাম মৃত শুকুর আলী। চিলমারী উপজেলার নয়ারহাট ইউনিয়নের দক্ষিণ খাউরিয়ার চর গ্রামে তার বাড়ি। আটকের পর তাকে কুড়িগ্রাম কোর্টে পাঠানো হয়েছে।
ঢুষমারী থানায় দেওয়া লিখিত অভিযোগ ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার(১৯ অক্টোবর) সকালে নিপিড়নের শিকার ওই শিশুর মা তাকে বাড়িতে রেখে ঘাস কাটতে যায়। এসময় বাড়িতে কেউ ছিলো না।সেই সুযোগে প্রতিবেশি রাজ্জাক বাড়িতে ঢুকে নিপিড়ন চালায় শিশুটির উপর, এসময় তার চিৎকারে প্রতিবেশিরা এসে তাকে উদ্ধার করে।বিষয়টি এলাকায় ছড়িয়ে পরলে রাতেই রাজ্জাকে আটক করে পুলিশ।
ঢুষমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন,আটককৃত রাজ্জাক’কে কুড়িগ্রাম কোর্টে পাঠানো হয়েছে। এবং নিপিড়নের শিকার শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য ভিকটিমের ধর্ষন সংক্রান্ত পরীক্ষার জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে প্রেরন করা হয়েছে বলেও নিশ্চিত করেছেন তিনি।