ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শফিকুল ইসলাম নামের এক মাদক ব্যবসায়ীকে ১৫ কেজি গাঁজা সহ গ্রেপ্তার করেছে ভূরুঙ্গামারী থানা পুলিশ। রোববার দিবাগত মধ্যরাতে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। শফিকুল ইসলাম আন্ধারীঝাড় ইউনিয়নের খামার আন্ধারীঝাড় গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, রোববার দিবাগত মধ্যেরাতে উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের খামার আন্ধারীঝাড় গ্রামের শফিকুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে ট্রাঙ্কের ভিতরে লুকিয়ে রাখা ১৫ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে। সোমবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।।