নাগেশ্বরী(কুড়িগ্রাম) প্রতিনিধি:-

কুড়িগ্রামের কচাকাটায় নকল সোনার বারসহ দুইজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো ভূরুঙ্গামারী উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের বানুরকুটি গ্রামের আব্দুল কাদের মিয়ার ছেলে  হাসিবুল ইসলাম মোনেম (২০) ও  দুলাল মিয়ার ছেলে আব্দুল করিম (৩২) ।

পুলিশ জানায়, রবিবার রাত নয়টার দিকে  থানার কেদার ইউনিয়নের গোলের হাটের পাকা রাস্তার উপর মোটরসাইকেল যোগে আসা ওই দুই যুবকের গতিবিধি সন্দেহজনক মনে হলে জিজ্ঞাসাবাদ ও দেহ তল্লাশি  করা হয়। এসময় তাদের কাছ থেকে সোনা সাদৃশ্য দুই ভরি ওজনের একটি বার ও ওইরুপ আর একটি মাটির বস্তু পাওয়া যায়, এ সময় তাদের কাছ থেকে একটি রেজিষ্ট্রেশন বিহীন মোটর সাইকেলসহ একটি মোবাইলফোন  জব্দ করা হয়।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মূর্তজা জানান,গ্রেফতার দুইজনকে সোমবার দুপুরে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *