নিজস্ব প্রতিনিধিঃ
তেশরা নভেম্বর জেল হত্যা দিবসে রাজশাহীতে বিনম্র শ্রদ্ধায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতাকে স্মরণ করেছে মহানগর ওয়ার্কার্স পার্টি।

এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে শহীদ এএইচএম কামারুজ্জামানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। এর আগে দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপির পক্ষ থেকে সেখানে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

এসময় মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবু, সম্পাদকমন্ডলী সদস্য সাদরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট আবু সাঈদ, আব্দুল মতিন, মনিরুদ্দিন পান্না, মহানগরের সদস্য মোশারফ হোসেন, রিয়াজ আহমেদ তুর্কি, আলি আক্তার তপন, আব্দুল খালেক বকুল, সাঈদ চৌধুরী, কাশিয়াডাঙ্গা থানার সভাপতি শামীম ইমতিয়াজ, সাধারণ সম্পাদক গোলাম রসুল বাবলুসহ ছাত্র ও যুবনেতারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন