আব্দুল হাকিম রাজ,মৌলভীবাজারঃ বাংলাদেশ আওয়ামীলীগের ২০তম জাতীয় সম্মেলনকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও পথসভা করেছে মৌলভীবাজার জেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ।
১৯ অক্টোবর বুধবার বিকেলে চৌমোহনাস্থ দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের সেন্ট্রাল রোড হয়ে কুসুমবাগ এলাকায় গিয়ে শেষ হয়।সেখানে জেলা আওয়ামলীগ সাধারণ সম্পাদক নেছার আহমদের সভাপতিত্বে ও জেলা যুবলীগ সভাপতি পৌর মেয়র ফজলুর রহমানের পরিচালনায় এক পথ সভায় বক্তব্য রাখেন সাবেক সাংসদ হোসনে আরা ওয়াহিদ, জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক সাইফুর রহমান রনি, সাংগঠনিক সম্পাদক সৌদ আল সুফিয়ান সাগর প্রমুখ। এ সময় বক্তারা সম্মেলনের সফলতা কামনা করেন।