,নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের প্রস্তাবিত কচাকাটা উপজেলায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। ৪ নভেম্বর কচাকাটার নারায়ণপুর ইউনিয়নে এ মর্মান্তিক ঘটনা ঘটে। কচাকাটা থানা পুলিশ সূত্রে জানা যায় – নারায়ণপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের জয়নাল হকের পুত্র আশরাফুল ইসলাম (৬) তার মাকে বলে দুপুর ১২ টার দিকে পার্শ্ববর্তী ব্রহ্মপুত্রের এক শাখা নদীতে গোসল করতে যায়। তারপর আর বাড়িতে না ফেরায় মা বাবাসহ নিকটতম সকলেই তাকে বাড়ির আশপাশের বিভিন্ন জায়গায় খুঁজতে থাকে। গোসল করতে গিয়ে বাড়িতে আর না ফেরায় সন্দেহবশতঃ বিকেলের দিকে ওই নদীতে জাল ফেলে বাচ্চাটিকে খোঁজার চেষ্টা চালায় স্বজনরা। পরে একপর্যায়ে তার স্বজনরা (বিকেলে) ওই নদী থেকে মৃত্যু অবস্থায় তাকে খুঁজে পায়। ঘটনাটির সত্যতা নিশ্চিত করে কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বলেন- পানিতে পরে মৃত্যু হওয়ায় এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা রুজু শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।