নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার নন্দীগ্রামে ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাতের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, উপজেলা কৃষি অফিসার মো. আদনান বাবু, নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মো. বকুল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার ফেরদৌস আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাদত হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আবু তাহের, প্রধান শিক্ষক গিরিশ চন্দ্র প্রমুখ।