নাগেশ্বরী প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে অবৈধ ভাবে জমি দখলের চেষ্টা, পুকুরের মাছ চুরি, চারা গাছ কর্তন ও পাঁকা আমন ধান ক্ষেতে বিশ প্রয়োগসহ ধান কেটে নষ্টের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। উপজেলার সন্তোষপুর ইউনিয়নের কুটিনাওডাঙ্গা গ্রামের কৃষক আব্দুল্লাহ আল-মামুনের ২বিঘা জমির আধা পাকা আমন ধান কেটে লন্ডভন্ড করাসহ তিনটি পুকুরের মাছ চুরি করে নিয়ে যাওয়া এবং চারা গাছের ব্যপক ক্ষয়ক্ষতি করার অভিযোগ করে প্রতিপক্ষ মিজানুর রহমানদের বিরুদ্ধে। এ ছাড়াও প্রান নাশের হুমকি দিচ্ছে বলে জানান ভুক্তভোগী পরিবার। অভিযোগ সুত্রে জানাযায় আব্দুল্লাহ আল মামুন ও মিজানুর রহমান গংদের সাথে দির্ঘদিন থেকে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে এরই জের ধরে গত ৭ নভেম্বর ভোর বেলায় মিজানুরের নেতৃত্বে একদল সন্ত্রাশী এসে আলমামুনের ২বিঘা জমির ।আধাপাকা ধান কেটে লন্ডভন্ড করে বিষ প্রয়োগ করে এবং চারা গাছ কেটে দেয় এছার প্রান নাশের হুমকি প্রদান করে । ঘটনার বিষয়ে ভুক্তভোগী পরিবার ভুমিদশ্যুদের হাত থেকে রক্ষা ও সুষ্ঠ বিচারের লক্ষে মইনুল,জাহিদুল ইসলাম,মাইদুল ইসলাম ,ওবাইদুল,আব্বাস উদ্দিনসহ ২২ জনের নামে নাগেশ্বরী থানায় একটি অভিযোগ দাখিল করে। নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ নবীউল হাসান জানায় ঘটনার বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।