রিমন আহসান,:
বিয়ানীবাজার সরকারি কলেজে ছাত্রলীগের বিবদমান দু’গ্র“পের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। ছাত্রলীগের এ সংঘর্ষ কলেজ ক্যাম্পাস থেকে শহরের ছড়িয়ে পড়লে আতংকিত ব্যবসায়ী ও পথাচরীরা দিকবেদিক ছুটাছুটি শুরু করে। এ ঘটনায় কলেজের প্রভাষক, পথচারীসহ উভয় পক্ষের ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১টার দিকে ছাত্রলীগের বিবদমান পল্লব গ্র“প ও প্রপার গ্র“পের মধ্যে এ ঘটনা ঘটে।

জানা যায়, গত মঙ্গলবার কলেজ ছাত্রলীগ পল্লবগ্র“পের কর্মী জুনেদ আহমদ শ্রেণী কক্ষের জানালার কাঁচ ভাংচুর করলে প্রপার গ্র“পের শিক্ষার্থীরা এ বিষয়ে অধ্যক্ষের কাছে বিচার দাবী করে। এ নিয়ে সেদিন প্রপার গ্র“পের নেতাকর্মীদের সাথে পল্লব গ্র“পের জুনেদ এর বাগবিতন্ডা হয়। এ ঘটনার জের ধরে গতকাল বৃহ¯প্রতিবার বেলা ১টার দিকে কলেজ ফটকের কাছে সশস্ত্র অবস্থায় থাকা প্রপার গ্র“পের নেতাকর্মীরা পল্লব গ্র“পের জুনেদ এর উপর হামলা চালায়, দায়ের কোপে সে গুরুত্বর জখম প্রাপ্ত হয়। এ সময় ক্যাম্পাসে অবস্থানরত পল্লব গ্রুপের নেতাকর্মীরা এগিয়ে এলে তাদেরকেও মারধর করে প্রপার গ্র“প। এসময় উভয় পক্ষ ক্যাম্পাসে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় গ্র“পের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এক পর্যায় পল্লব গ্র“প ক্যাম্পাস ছেড়ে চলে যায়। ২০ মিনিট পর তারা সংঘটিত হয়ে সশস্ত্র অবস্থায় ফিরে এসে শহরের ইনার কলেজ রোডে প্রপার গ্র“পের উপর পাল্টা হামলা চালায়। এ হামলায় প্রপার গ্র“পের নেতা ফায়েক আহমদ গুরুত্বর আহত হয়। উভয় গ্র“পের হামলার মধ্যে পড়ে পথচারীদের সাথে আহত হন কলেজের প্রভাষক মনিরুল ইসলামও। শহরে আতংক ছড়িয়ে পড়লে ব্যবসায়ীরা দোকানপাঠ বন্ধ করে দেয় পথাচারীরা দিকবেদিক ছুটাছুটি করতে থাকে। খবর পেয়ে বিয়ানীবাজারা থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাটিচার্জ ও ধাওয়া দিয়ে পল্লব গ্র“পকে হটিয়ে দেয়। এ ঘটনার পর উভয় গ্র“প শহরে নিজেদের অবস্থানে অবস্থান নিয়ে শক্তি বৃদ্ধি করছে। শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছ্।ে যে কোন সময় ফের সংঘর্ষের আশংকা ব্যবসায়ীরা আতংকের মধ্যে রয়েছেন। ক্যাম্পাস ও ইনার কলেজ রোডের দু’দফা সংঘর্ষে প্রভাষক, পথাচরী ও উভয় পক্ষের প্রায় ১০জন আহত হয়েছেন।
এ বিষয়ে বিয়ানীবাজার থানার ওসি তদন্ত আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে উভয় পক্ষ কে ছত্রভঙ্গ করে দিয়েছে। ক্যাম্পাস ও শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।
বিয়ানীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ দ্বারকেশ চন্দ্র নাথ বলেন, ক্যাম্পাসে ছাত্রদের মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। শুনেছি ক্যাম্পাসের বাহিরেও দু’পক্ষ মারামারি করেছে, এতে আমাদের এক সকহর্মীও আহত হয়েছেন। তবে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েনের ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *