ঠাকৃরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে আর্ন্তজাতিক শিল্পী মৈত্রী সংগঠন, বিশ্বভরা প্রাণ-এর পঞ্চম জাতীয় সম্মেলন উপলক্ষে এক প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়।
শাখার সিনিয়র সহসভাপতি সৈয়দ শামসুল আলমের সভাপতিত্বে শুক্রবার বিকেল সাড়ে ৪টায় ঠাকুরগাঁও প্রেসক্লাবে, ঠাকুরগাঁও শাখার উদ্যোগে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শাখার সাধারণ সম্পাদক মো. মোস্তাক আহমদের সঞ্চালনায় আলোচনার অংশ নেন শাখা সভাপতি ড. গোলাম সারোয়ার (সম্রাট), সাংগঠনিক সম্পাদক ফজলে ফিরোজ, মানবাধিকার বিষয়ক সম্পাদক দিলীপ চন্দ্র বর্মন,যুগ্ম সাধারণ সম্পাদক আফরোজা রিকা, সমাজ সেবা সম্পাদক মো. ফারুক মিয়া প্রমুখ। আলোচ্য বিষয় ছিল আগামী ২৬ নভেম্বর জাতীয় সম্মেলনে অংশ গ্রহণ ও সম্মেলন উপলক্ষে অর্থ সংগ্রহ ও বিবিধ প্রসঙ্গ। আলোচনায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেয়া হয় কমিটির সদস্যদের নিজস্ব অর্থ প্রদানের মাধ্যমে কেন্দ্রকে অনুদান পাঠানো হবে।
এখানে সারথিরা নিজ নিজ ইচ্ছে অনুযায়ী অনুদান প্রদান দিবেন। সম্মিলিত ভাবে সেই অনুদানের মোট অংক ঢাকায় পাঠানো হবে। এতে উপস্থিত সদস্যরা নিজের মতামত পেশ করেন। আগামী ডিসেম্বর মাসে বিশ্বভরা প্রাণ ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে মাসের শেষ শুক্রবার বাদ মাগরিব ঠাকুরগাঁও প্রেসক্লাবে একটি সাহিত্য আড্ডার আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়। এটি বছর জুড়ে জাঁকজমকপূর্ণ ভাবে প্রতি মাসের শেষ শুক্রবার বাদ মাগরিব অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত সদস্যরা।