দেবীগঞ্জ(পঞ্চগড়)প্রতিনিধিঃ
দেবীগঞ্জে ডিজিটাল মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৪নভেম্বর) সকালে দেবীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে এ উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়।
এ সময় উপস্তিত ছিলেন, দেবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক চিশতী, উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন চৌধুরী, দেবীগঞ্জ পৌর মেয়র আবু বকর সিদ্দিক
এ সময় উপজেলার বিভিন্ন দফতর প্রধান, গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। ডিজিটাল উদ্ভাবনী মেলায় প্যাভিলিয়নে সরকারি বিভিন্ন দফতর এতে অংশগ্রহণ করে। পরে অতিথিবৃন্দ বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন।