ফারহানা আক্তার,, জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাট পুলিশ সুপার আন্তঃ জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনের আনুষ্ঠানিকতা শেষে প্রথম দিনের খেলায় স্বাগতিক জয়পুরহাট জেলা দল সিরাজগঞ্জ জেলা দলকে ১-০ গোলে পরাজিত করেছে ।

জেলা পুলিশের সার্বিক ব্যাবস্থাপনায় জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকালে জয়পুরহাট জেলা স্টেডিয়ামে জয়পুরহাট-১ আসনের সাংসদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এ্যাড: সামছুল আলম দুদু প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেছেন।

খেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে, পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম বলেন, সুস্থ ধারায় রাজনৈতিক সম্প্রীতি সৃষ্টি করা ও যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করার জন্য পুলিশ সুপার আন্তঃজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ আয়োজন করা হয়েছে।

উদ্বোধনী খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড: মোমিন আহম্মেদ চৌধুরী।

এ সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মামুন খান চিশতী, অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন (ক্রাইম এন্ড অপস্), জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোরশেদুল আলম লেবু,
জেলা চেম্বার অব কর্মাসের সভাপতি আলহাজ্ব আহসান কবির এ্যাপ্লব, জেলা কমিউিনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব নন্দলাল পার্শী, জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম, সাবেক পৌর মেয়র আব্দুল আজিজ মোল্লাসহ অন্যান্যরা।

জয়পুরহাট পুলিশ সুপার আন্তঃ জেলা ফুটবল টুর্নামেন্টে অংশগ্রনকারী দলগুলো হলো,
রাজশাহী বিভাগের রাজশাহী, পাবনা, নাটোর, বগুড়া, সিরাজগঞ্জ ও স্বাগতিক জয়পুরহাট জেলা
এবং রংপুর ভিভাগের দিনাজপুর, রংপুর মিলে মোট ৮টি জেলা।

করোনা প্রাদুর্ভাবের কারণে দীর্ঘদিন পরে হলেও
দুর দুরান্ত থেকে খেলা দেখতে আসা দর্শকে স্টেডিয়ামের গ্যালারি পরিপূর্ণতায় অনেকটা ঝিমিয়ে পড়া ক্রীড়াঙ্গন আবার চাঙ্গা হয়ে উঠছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *