ঠাকুরগাঁও প্রতিনিধি ॥
শপথ করে ঠাকুরগাঁওয়ে ফিড়েছেন নবনির্বাচিত চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি মুহা. সাদেক কুরাইশী। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় সৈয়দপুর বিমান বন্দরে পৌছান তিনি। সেখান থেকে দলের নেতা কর্মী ও সমর্থকেরা তাকে বরণ করে ঠাকুরগাঁওয়ে নিয়ে আসেন। পরে তিনি নেতা কর্মীদের নিয়ে জেলা পরিষদ ডাকবাংলোয় অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দিকপ কুমার রায়, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান বাবলু, মাহাবুবুর রহমান খোকন, যুগ্ন সাধারণ সম্পাদক মোস্তাক আলম টুলু, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ জুলফিকার আলী ভুট্টো, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, মহিলা বিষয়ক সম্পাদিকা আয়েশা সিদ্দিকা তুলি, জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ মো: এ্যাপোলো, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু সহ দলের শত শত নেতা কর্মী উপস্থিত ছিলেন। পরে জেলা আ’লীগের দলীয় কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়।