নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার নন্দীগ্রামে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে। ২০২২-২৩ অর্থবছরের রবি মৌসুমে প্রণোদনার আওতায় উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ৪হাজার ৩৩০জন কৃষক বিনামূল্যে সার ও বীজ পাবেন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রায়হানুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আদনান বাবু।
কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অপূর্ব ভট্টাচার্য্যের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ অফিসার নজরুল ইসলাম, উপ-সহকারি কৃষি অফিসার জাকিরুল ইসলাম, খাদেমুল ইসলাম, জহুরুল ইসলাম, শাহারুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *