মুর্শিদ আলম মুরাদ,লালমনিরহাট (আদিতমারী)প্রতিনিধিঃ লালমনিরহাট ২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনে একাধারে ৭ বারের অপরাজিত সাবেক সংসদ সদস্য মরহুম,মজিবর রহমানের অনুসারিদের নিয়ে এক আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়।২২শে নভেম্বর মজ্ঞলবার দুপুরে তার নিজ বাসভবনে এই আলোচনা ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।উক্ত আলোচনা ও দোয়ার অনুষ্ঠানে অংশ গ্রহন করেন আদিতমারী ও কালিগঞ্জ উপজেলার জাতিয় পার্টি তথা মরহুম মজিবর রহমান এমপি’র অনুসারিরা।দীর্ঘদিন পরে সাবেক সংসদের বাসভবনে তার অনুসারিদের উপস্থিতি যেন এক মিলন মেলায় পরিনত হয়।
আলোচনা ও দোয়ার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মরহুম মজিবর রহমানের জোষ্ঠ্য পুত্র, বিশিষ্ঠ্য ব্যবসায়ি জনাব, মোস্তাক জামান বাবলু,অনুষ্ঠানে বক্তব্য রাখেন আদিতমারী কান্তেশ্বর বর্মন মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ শামছে আরা বেগম,মরহুম সংসদের কনিষ্ঠ পুত্র ব্যারিস্টার ফাহমিদ সারোয়ার,চামটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা লেবু,অবঃ প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান,অবঃ প্রধান শিক্ষক জয়নাল আবেদিন,কাকিনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খালেকুজ্জামান হেলাল,বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবীদ শাহ সুলতান নাহিদ,জিন্না রহমান,লুৎফর রহমান মুকুল ও মহিষখোচা ইউনিয়নের আলী আহমেদ সহ প্রমূখ।
মরহুম আলহাজ্ব মজিবর রহমানের মধ্যোম পুত্র সদ্য (অবঃপ্রাপ্ত) ব্রিগেডিয়ার জেনারেলের শামীম কামাল পিপলু বক্তব্যর মাঝে জানান আজকের আলোচনা একটি অরাজনৈতিক আলোচনা এখানে নিরপেক্ষ ভাবে সবাই অংশ গ্রহন করেছেন।
এবং তিনি বর্তমান সরকারের উন্নয়ন মুলক কর্মকান্ডের কথা উল্লেখ্য করে সরকারের প্রশংসা করেন।
আগামি জাতিয় সংসদ নির্বাচনে অংশ গ্রহন করবেন কি না জানতে চাওয়া হলে তিনি সাংবাদিকদের জানান, পারিবারিকভাবে বসে পরবর্তিতে সিদ্ধান্ত হলে জানানো হবে।আরও জানান আমার বাবা দির্ঘদিন দুই উপজেলার দল-মত নির্বিশেষে জনগনের উন্নয়নে একজন নিবেদিত প্রান ছিলেন। আমার বাবার আদর্শ বুকে ধারন করে জনগনের পাশে থাকতে চাই।পরিশেষে দোয়া ও খাবার পরিবেশনের মাধ্যোমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন