ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
সোনাহাটে হঠাৎ মোনাজাতরত মানুষের দুটি হাত সদৃশ্য বস্তুর উত্থান হয়েছে এমন খবরে হুলোস্থুল পড়ে যায় সারা এলাকা জুড়ে। ঘটনাটি ঘটেছে কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়ন পরিষদের পার্শ্বে প্রাক্তন শিক্ষক ফয়জার রহমানের বাড়ির বাগানে।
ঘটনার সুত্র নিয়ে সরেজমিনে গিয়ে দেখা গেছে ঘটনাস্থলে শত শত নারীপুরুষের ভীড়। সারি সারি মোটর বাইক,সাইকেল,অটোরিক্সা ও ভটভটি যাতায়াত করছে। সোনাহাট স্থলবন্দর মহাসড়কের পাশেই উক্ত ফয়জার রহমান মাষ্টারের বাগানে কয়েক বছর পুর্বে একটি মেহগনি গাছ কাটার পর সেই গাছের গোড়া থেকে দুটি হাত সদৃশ্য বস্তু উত্থান হয়েছে। দেখে মনে হয় মোনাজাত অবস্থায় দুটি হাত । এটা আসলে কি কেউ সঠিকভাবে বলতে পারেনা। কেউ কেউ মোবাইলে ছবি ধারন করে লিখেছে আল্লাহর অসীম কুদরত মানুষকে হেদায়েত করতে বৃক্ষরাও আল্লাহর নিকট মোনাজাত করছে। আবার কেউবা লিখছে ২০২৩ সালের দুর্ভিক্ষ থেকে সোনাহাটবাসীকে মুক্ত রাখতে গাছেরাও মোনাজাত করছে।তবে আধ্যাতিক ও সনাতন ধর্মালম্বীরা মনে করেন এটা স্রষ্টার একটি লীলা। বঙ্গসোনাহাট
ইউপি চেয়ারম্যান মাইনুল ইসলাম লিটন বিষয়টি নিশ্চিত করে জানান,কর্তনকৃত মেহগনি গাছের গোড়া থেকে মানুষের হাত সদৃশ্য দুটি বস্তু দেখে মানুষের ভীড় বাড়তে থাকায় বাড়ির মালিক বস্তুটি বেড়া দিয়ে ঘিরে রাখে। তবে এলাকার অনেকে বলেন এটা এক ধরণের ছত্রাক বা ব্যাঙের ছাতা জাতীয় কিছু হতে পারে। বৃষ্টির অভাবে তা ফুটে উঠেছে। ঘটনা দেখতে আসা,অনেকেই সেরকমটাই মনে করেন। সত্য বা গুজব বিষয় যাই হউক না খবর শোনার পর এক নজর স্ব-চক্ষে দেখার জন্য শতশত মানুষ ঘটনাস্থলে আসে। সোনাহাট কলেজ মোড়ের মটর সাইকেল মেকার রনী মিয়া জানান, লোকজনের সমাগম ঠেকাতে হাত সদৃশ্য বস্তুটি ভেঙ্গে ফেলে দিয়েছে বাগানের মালিক।