ফারহানা আক্তার, জয়পুরহাট প্রতিনিধি,

২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জন ও ২০৪১ সালের মধ্যে দেশকে ষ্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে জয়পুরহাটে জেলা প্রশাসনের উদ্যোগে ডিজিটাল উদ্ভাবনী মেলার আয়োজনের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে । এ উপলক্ষ্যে আজ বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন জেলা প্রশাসক শরীফুল ইসলাম।

সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক বলেন- আগামী ২৪ ও ২৫ নভেম্বর সার্কিট হাউজ মাঠে ২ দিন ব্যাপী এ মেলায় উদ্ভাবনী উদ্যোগ, ডিজিটাল সেবা এবং শিক্ষা, দক্ষতা ও উন্নয়ন নামে ৪টি প্যভিলিয়ন স্থাপন করা হবে। এ ছাড়া ডিজিটাল ও তথ্য-প্রযুক্তি বিষয়ক ৭৮টি ষ্টল মেলায় স্থান পাবে। এসব প্যাভিলিয়ন ও ষ্টলের মাধ্যমে নাগরিক সুবিধার নানা দিক সম্পর্কে সর্ব সাধারন সম্যক জ্ঞান অর্জন করতে পারবেন।

জেলা প্রশাসকের সংবাদ সম্মেলনে জেলার বিভিন্ন গনমাধ্যমের স্থানীয় সাংবাদিক ছাড়াও জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন