পঞ্চগড় প্রতিনিধি;
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে শ্রেনীকক্ষে মাদ্রাসায় তালা লাগিয়ে দিয়েছে, নিয়োগ বঞ্চিত ভুক্তভোগী প্রার্থী, স্থানীয়রা। রোববার (২৭ নভেম্বর) সকালে শিলাইকুঠি বালাবাড়ী দাখিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
মাদ্রাসায় তালা লাগিয়ে দেওয়ায় বিপাকে পড়েছেন মাদ্রাসাটির -অভিভাবক শিক্ষার্থীরা। যদিও বার্ষিক পরীক্ষা শুরু হওয়ার কথা সকাল ১০টায়। কিন্তু দুপুর হয়ে গেলেও কোন মাথা ব্যাথা নাই কর্তৃপক্ষের।
সকালে শিক্ষক শিক্ষার্থীরা মাদ্রাসায় গিয়ে অফিস কক্ষে একাধিক তালাবদ্ধ ঝুলতে দেখতে পায়। এতে বিপাকে পড়ে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক। বিষয়টি কর্তৃপক্ষকে জানালেও সকাল থেকে দুপুর পর্যন্ত কেউ কোন ব্যবস্থা গ্রহণ করেননি কর্তৃপক্ষ।পরে মডেল থানার পুলিশের এস আই মো; ফারুকসহ পরিস্থিতি নিয়ন্ত্রন করেন।
ভুক্তভোগী তোফাজ্জল হোসেন জানান, করোনাকালীন সময়ে সুপার বদিরুল আলম সরকার, আমার ছেলেকে চাকুরি দিবে মর্মে ছেলেকে বিয়ে দিয়ে যৌতুকসহ এ পর্যন্ত সাড়ে ৫ লাখ নিয়েছেন। গতকাল ১২ লাখ টাকার বিনিময়ে সভাপতির ভাইয়ের ছেলেকে নিয়োগ দিয়ে চাকরী দিয়েছেন।
এ বিষয়ে – মো; সুয়েল রানা- বাদি হয়ে রোববার উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন। স্থানীয়রা জানায়, নিরাপত্তা প্রহরী নিয়োগ দেয়ার কথা বলে স্থানীয় সুয়েল রানা নামের এক চাকুরি প্রার্থীর কাছে দফায় দফায় সাড়ে ৫ লাখ টাকা উৎকোচ
নেয় মাদ্রাসাটির সুপারিন্টেন্ডেন্ট মো; বদিরুল আলম সরকার, ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আমিন আলী (আর্মি)। শনিবার (২৬ নভেম্বর) বিকালে শূন্য নৈশ প্রহরী পদে সুয়েল রানাকে নিয়োগ না দিয়ে সভাপতির ভাতিজাকে নিয়োগ দেয়। সহ-সুপারিন্টেন্ডন্ট ওসমান গণি জানান, মাদ্রাসায় আলোচনা হয়েছে নিয়োগ দিয়ে যা ডোনেশন আসবে সেটা দিয়ে মাদ্রাসার উন্নয়ন কাজে ব্যবহার করা হবে। এখন শুনছি নিয়োগের টাকা সুপার সভাপতিসহ ভাগবাটোয়ারা করে নিয়েছেন। এব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.শওকত আলী জানান, বিষয়টি শুনে ইউএনও স্যারের নির্দেশে পরিদর্শনে এসেছেন। তদন্তের মাধ্যমে ঘটনাটি কি জানাযাবে
এখন যেহেতু বার্ষিক পরীক্ষা সে টি তিনি দেখবেন বলে জানান, এবিষয়টি জানতে যোগাযোগের চেষ্টা করলে সুপারিন্টেন্ডেন্ট মো;বদিরুল আলম সরকার , কোন ফোন ধরেননি।