ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ
নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ভূরুঙ্গামারীতে মিলাররা এখনো খাদ্যবিভাগের সাথে চাল জমাদানের জন্য চুক্তিবদ্ধ হয়নি। এর ফলে চলতি মৌসুমে সরকারীভাবে আমন চাল ক্রয় অনিশ্চিত হয়ে পড়েছে। জানাগেছে, চলতি মৌসুমে ২২-২৩ অর্থ বছরে উপজেলায় প্রতি কেজি চাল ৪২ টাকা দরে ৩৬৫১.৯৯ মে: টন চাল ক্রয়ের লক্ষমাত্রা ধার্য্য করা হয়েছে । এ উপজেলায় মোট মিলারের সংখ্যা ১৩৩টি। গত ২৬ নভেম্বর সরকারের সাথে মিলারের চুক্তিবদ্ধ হবার শেষ দিন ছিলো কিন্তু জানাযায় একজন মিলারও চুক্তিবদ্ধ হয়নি। পরে চুক্তির মেয়াদ ৮ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়ে দেয়া হয়েছে। এব্যাপারে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আব্দুল আহাদ জানান, বর্তমান বাজারে ধানের মূল্য ১১’শ থেকে ১২’শ টাকা। ধান ক্রয় করে চাল তৈরী ও মিটার পাশের জন্য চাল শুকানো ও গুদাম পর্যন্ত চাল পরিবহন এবং মোট বিলের উপর মিলারদের ২% উৎস্যকর ধায্য করায় মিলাররা চাল দিতে আগ্রহী হচ্ছেনা। তবে সরকারীভাবে সমঝোতা করার চেষ্টা চলছে। উপজেলা মিল মালিক সমিতির সম্পাদক ও আন্ধারীঝাড় ইউপি চেয়ারম্যান জাবেদ আলী মন্ডল জানান,বর্তমান বাজারে ধানের দাম বেশী । বাজারে পর্যপ্ত ধানও নেই। চড়া মূল্যে ধান ক্রয় করে গুদামে চাল সরবরাহ করা সম্ভব নয়। এছাড়া এবছর মোট বিলের উপর ২% উৎস্যকর ধরা হয়েছে। এজন্য মিলাররা চুক্তিবদ্ধ হচ্ছেনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *