কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে পৃথক দু’টি অভিযানে প্রায় ৯ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, শুক্রবার রাতে চিলমারী থানা পুলিশ অভিযান পরিচালনা করে ফুলবাড়ী থানার কুটি চন্দখানা গ্রামের কুখ্যাত মাদক কারবারি মোঃ মাইদুল ইসলাম ও আজওয়াটারী গ্রামের মোঃ রবিউল ইসলামকে ৩ কেজি গাঁজাসহ আটক করা হয়।
অপরদিকে ভুরুঙ্গামারী থানা পুলিশের এক অভিযানে পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ বাশজানি গ্রামস্থ কুখ্যাত মাদক কারবারি আব্দুল কুদ্দুস (৫০) এর বসতবাড়ি থেকে ৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ তাকে আটক করা হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *