কবি -রুদ্রনীল( ছদ্ম নাম) 

_______________________________________

কর্পোরেট ভালোবাসায় বিশ্বাসী হতে

পারিনি কখনো। 

আমার কাছে সেই আদি বনেদি ভালোবাসাই হল

সব্যসাচী যা দেখেছি এক মায়ের ভালোবাসায়! 

তার নেই স্টাইলিশ চুল ডিজাইনেবল ড্রেস

 কিন্তু তার সেই জট পাকানো লম্বা চুলে নানা রঙের হালকা রংধনু খেলা করে ! 

অবিচ্ছেদ্য শতচ্ছিন্ন আটপৌরে শাড়ির

 নানা তালি। 

সে নীরব প্রতিবাদ করে লোলুপতার আক্রোশের বিরুদ্ধে। 

কারণ সে তো  মা আ আ ! 

পথে যেতে রোজ দেখা হতো 

আজ আবারও একবার দেখা হওয়ায় ভদ্রতার খাতিরে বলি,

আপনি রোজ কোথায় যান 

এই ভরদুপুরে? 

বললেন,তিনি সন্তানের জন্য কিছু আনতে

 জিজ্ঞেস করলাম, 

কি রান্না করলেন আপনি? 

জবাব ছিল তার 

ভাত কখন খেয়েছি মনে পড়ে না। 

রোজ স্রষ্টার প্রতি বিশ্বাস রেখে একটা পাতিলে পাথর দিয়ে রাখি।

 যদি কোনদিন তার কুদরতে সেটি ভাত হয়ে যায়।

এরপর বলার থাকে না কিছু আর 

বলতে বলতে তখন ঢলে পড়লেন তিনি 

 আর উঠে দাঁড়ান নি একবারও।

আর আমি ঠাঁই দারিদ্র্যের নীরব দর্শক হয়ে তাকিয়ে আছি স্রষ্টার উদ্দেশ্যে,

দূরের নীল আকাশের দিকে চেয়ে চোখের কোণে জমছে আমার নীরব 

কালো জল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *