কবি -রওশন আরা লিলি
কাস্তে হাতে কৃষকেরা
ধান কাটতে যায়,
ভোর বেলা বাতাশে
ধানেরা দোল খায়।
মনের সুখে কৃষকেরা
ভাটিয়ালি গান গায়,
সবাই মিলে মনের সুখে
পিঠাপুলি খায়।
সবুজ শ্যামল ছেলে আমি
গ্রামই আমার প্রাণ,
মাঠ ভর্তি সোনার ফসল
মন খুশিতে গান গায়।
গাঁয়ের পাশে ছোট্ট নদী
এঁকে বেঁকে যায়,
বাঁশের বাঁশি হাতে নিয়ে
বাজাই যে সেথায়।
নদীর পাড়ে কলশি কাঁখে
আসে শ্যামা মেয়ে,
তার রূপেতে মুগ্ধ হয়ে
থাকি শুধু চেয়ে।
মন যে বলে সে যদি হয়
আমার ঘরের রানী,
সাজিয়ে তারে রাখবো ঘরে
হয়ে আমি ফুলদানী।।