কুড়িগ্রাম প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০২২ কুড়িগ্রাম জেলা হানাদারমুক্ত দিবস। কুড়িগ্রাম জেলা হানাদারমুক্ত দিবস উপলক্ষ্যে কুড়িগ্রাম জেলার কলেজ মোড়স্থ স্বাধীনতার বিজয় স্তম্ভে স্বাধীনতা যুদ্ধে শহিদের প্রতি জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইদুল আরীফ, বিভিন্ন পর্যায়ের মুক্তিযোদ্ধা কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধা বৃন্দ সহ সর্ব স্তরের জনসাধারণ পুষ্পার্ঘ্য অর্পণ করেন। কুড়িগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করেন পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম।
শহিদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে কলেজ মোড়স্থ স্বাধীনতার বিজয় স্তম্ভে কুড়িগ্রাম জেলা হানাদারমুক্ত দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ মহোদয়ের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, বিভিন্ন পর্যায়ের সন্মানিত মুক্তিযোদ্ধা কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, পৌর মেয়র মোঃ কাজিউল ইসলাম, জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক বৃন্দ সহ সর্ব স্তরের জনসাধারণ।
বাংলাদেশে চলমান অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রা কে অশুভ শক্তি যাতে বাধাগ্রস্ত না করতে পারে সেজন্য পুলিশ সুপার জনাব আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম সম্মানিত বীর মুক্তিযোদ্ধাের অধিকতর সজাগ থাকার অনুরোধ করেন।