লালমনিরহাট প্রতিনিধিঃ
ঢাকায় বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের গুলিতে বিএনপি কর্মী নিহত, নেতাকর্মীদের গ্রেপ্তার ও বিএনপি কার্যালয় ভাংচুরের প্রতিবাদে বৃহস্পতিবার সকালে লালমনিরহাটে বিক্ষোভ মিছেল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বিএনপি।
জেলা বিএনপির কার্যালয়ের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সহ সভাপতি রফিকুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা, সদর উপজেলা বিএনপির সভাপতি মোমিনুল হক, জেলা যুবদলের সভাপতি আনিছুল হক, সম্পাদক হাসান আলী প্রমূখ।
পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে। এতে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের ৫শতাধিক নেতাকর্মী অংশ নেয়।