মোঃ নুরনবী ইসলাম, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের খানসামা উপজেলায় আন্তর্জাতিক দুর্ণীতি বিরোধী দিবস উপলক্ষে র‍্যালী এবং দুর্ণীতি দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা চত্বরে পতাকা উত্তোলনের পর র‍্যালী শেষে উপজেলা হলরুমে এ দুর্ণীতি দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাওলানা মোঃ আজিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আঃ রাজ্জাকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি, উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, ইউএনও রাশিদা আক্তার, এসিল্যান্ড মারুফ হাসান, ওসি (তদন্ত) তাওহীদুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভিন, উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি আহসান হাবীব প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *