স্টাফ রিপোর্টারঃ
প্রতিবছরের ন্যায় কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে আনসার ও ভিডিপি সমাবেশ/২০২২ অনুষ্ঠিত হয়েছে। ভুরুঙ্গামারী উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে ৮ ডিসেম্বর উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও ভিডিপির রংপুর রেঞ্জের পিভিএমএস পরিচালক মোঃ আব্দুস সামাদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভুরুঙ্গামারী উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন,কুড়িগ্রাম জেলা আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট(ভারপ্রাপ্ত) মোঃ ইবনুল হক,ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মহিউদ্দিন আহমেদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভুরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার শ্রী দীপক কুমার দেব শর্মা। সমাবেশে উপজেলার ১০ টি ইউনিয়ন থেকে আনসার ও ভিডিপির ইউনিয়ন লিডারসহ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।পরে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে বাই সাইকেল,ছাতা,মগসহ উপহার সামগ্রী বিতরণ করা হয়।