নাগেশ্বরী প্রতিনিধি ঃ
কুড়িগ্রামের নাগেশ্বরী বাগডাঙ্গা গ্রামে ১০ ডিসেম্বর দুপুর আনুমানিক ১২ ঘটিকার সময় পাশের বাড়ির পুকুরে পানি ছেকে মাছ ধরার জন্য সেচ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একই গ্রামের আশরাফুলের পুত্র শামিম (১২) এর মৃত্যু হয়েছে। মৃত্যু শামিমের চাচা রেজাউল করিম জানায়,পাশের বাড়ির পুকুর ওয়ালা ইব্রাহীমের স্ত্রি রুনা লায়লা আমার ভাতিজা শামিমকে পুকুরে পানি ছেকতে লাগিয়ে দেয়,আর সেখানেই বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শামিম মারা যায়। আমি গাড়ি দুর্ঘটনায় অসুস্থ, তার পরেও সংবাদ পেয়ে তারাতাড়ি শামিমকে নাগেশ্বরী হাসপাতালে নিয়ে যাই, সেখানে নিয়ে জানতে পারি শামিম আরও আগেই মারা গেছে,তার পরেও হাসপাতালের সামনে একটি ডায়াগনস্টিক সেন্টারে ইসিজি করি। ইব্রাহিমের স্ত্রী রুনা লায়লার সাথে কথা বললে, তিনি বলেন দুর্ঘটনা তো হয়েই গেছে এখন কি করা যায়। এ ব্যাপারে নাগেশ্বরী থানার ওসি তদন্ত তামবিরুল ইসলাম জানায়, আমি ঘটনা স্থলে গিয়েছিলাম, তদন্ত শেষে দেখা গেছে শামিম বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছে।