–মোল্লা হারুন উর রশীদ
নিরুপায় মুজলুম
মানুষের খোঁচায়
মনে আঘাত পায় হরদম।
প্রতিযোগিতা আর শয়তানের বেতালে সে আঘাত পায় হরদম।
কোথায় ভালো মানুষ পায় মুজলুম
সেই অজানা পথ
পারির উদ্দেশ্য চলে মজলুম।
নিরাশা আসা ভরসা ধোয়াসা
সবারই দেখা পায় মজলুম।
দূর্দান্ত দুর্বার নির্বিচার নির্মমতা পায় মজলুম।
প্রতিভা থাকলেও উজ্জিবিত হতে পারে না মুজলুম।
সবখানে মাহলুম, সবখানে মাহলুম হয়, মুজলুম।
চতুরতার চড়ুইভাতি
দুষ্টের দুষ্টামি হিংস্রতা পায় মুজলুম।
সমাজে তারাই দু:খী যারা জ্ঞানী
বিলাস ভোগি আর লালোসরা কখনও হয় না জ্ঞানী।
জ্ঞানীদের সাহস যোগায়
নিজের চেতনার মনরাজি।
মজলুম হয়েও বলতে পারে নাই মনরাজি।
মনের শক্তিতে চলে মজলুম
মনের লৌহ কপাট
খোলার সাহস কই পেলুম।
উষার গগনে শকুনি মামার ছোঁয়ার বাধনে
মন ছুটে না আর ধরনিতে।
আজব পৃথীবি
আজব মানুষ
যত চলি
সবখানে দেখি চৈতালি।