কুড়িগ্রাম প্রতিনিধি:
‘উন্নয়নের ভ্যাট নীতি, ভ্যাট দিয়ে গড়ব জাতি’ এই প্রতিপাদ্যে কুড়িগ্রাম জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার দুপুরে পৌরসভার নিমবাগান এলাকায় কাস্টমস্ধসঢ়; এক্সাইজ ও ভ্যাট বিভাগ কুড়িগ্রাম জেলা কার্যালয়ে আলোচনাসভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে কুড়িগ্রাম কাস্টমস্ধসঢ়; এক্সাইজ ও ভ্যাট বিভাগের উপ-কমিশনার ও বিভাগীয় কর্মকর্তা মোঃ আব্দুল আলীমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য মো. পনির উদ্দিন আহমেদ এমপি।
এসময় আরো বক্তব্য রাখেন-কুড়িগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ¦ আব্দুল আজিজ মিয়া, মেসার্স জলিল বিড়ি ফ্যাক্টরীর জেনারেল ম্যানেজার মহসিন সাবু, জয়নাল আবেদীন, আশরাফুল হক মিল্টন, হুমায়ুন কবির প্রমূখ।
এসময় পনির উদ্দিন আহমেদ এমপি জানান, ভ্যাট হচ্ছে উন্নয়নের অক্সিজেন। ভ্যাটের টাকা দিয়ে কুড়িগ্রামে কৃষি বিশ্ববিদ্যালয় , আধুনিক হাসপাতাল, চিলমারী নৌবন্দর, সোনাহাট স্থলবন্দর এবং শিল্পাঞ্চলসহ সারাদেশে মেগা প্রকল্প প্রতিষ্ঠান এগিয়ে যাচ্ছে। এসময় তিনি সবাইকে স্বতঃস্ফূর্তভাবে ভ্যাট প্রদানের আহবান জানান।