কুড়িগ্রাম জেলা প্রতিনিধি :
কুড়িগ্রাম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের ডিএইচএমএস ৪র্থ (শেষ) বর্ষের ছাত্র/ছাত্রীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
কুড়িগ্রাম জেলা শহরের কাঁঠালবাড়ী ইউনিয়নে খালিশা কালোয়া দাসের হাট এলাকায় অবস্থিত কুড়িগ্রাম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের ডিএইচএমএস ৪র্থ (শেষ) বর্ষের ছাত্র/ছাত্রীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান ১২ ডিসেম্বর সোমবার দুপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। কুড়িগ্রাম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাঃ মোঃ ইয়াকুব আলী’র সভাপতিত্বে ছাত্র/ছাত্রীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মিনহাজুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী অফিসার রাসেদুল হাসান, কাঁঠালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেদওয়ানুল হক দুলাল, ম্যানেজিং কমিটির সহ-সভাপতি আলহাজ্ব মোঃ খয়বর আলী ব্যাপারী প্রমূখ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের ডাঃ মনোরঞ্জন, ডাঃ মোছাঃ রিনা বেগম, ডাঃ বাবুল রানা, ডাঃ সঞ্জিত কুমার রায়, ডাঃ সিরাজুল ইসলাম, ডাঃ শফিকুল ইসলাম, ডাঃ আই এম এম আখতারুজ্জামান, ডাঃ খগেন্দ্রনাথ বর্মন, ডাঃ মৌসুমী রানী, ডাঃ শাহজাহান আলী, ডাঃ রশিদুজ্জামান, ডাঃ মতি লাল, ডাঃ আব্দুর রফিক, ডাঃ ইব্রাহীম আলী সর্দার, ডাঃ মনোরঞ্জন রায় ও ডাঃ বিকাশ চন্দ্র মন্ডল প্রমূখ।