ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ সদর থানায় শীতাতপ নিয়ন্ত্রিত লাশ ঘরের উদ্বোধন করা হয়। গতকাল মঙ্গলবার থানা চত্বরে ফিতা কেটে লাশ ঘরের উদ্বোধন করেন রংপুর রেঞ্জের ডিআইজি মোহা. আবদুল আলীম মাহমুদ পিপিএম।

উদ্বোধনীতে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, উন্নয়ন সংস্থা ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) মো: নাছির উদ্দিন যুবায়ের, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো: আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোছা: সুলতানা রাজিয়া, সদর থানার অফিসার ইনচার্জ মো: কামাল হোসেন, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) একেএম আতিকুর রহমানসহ পুলিশের বিভিন্ন কর্মকর্তা, ইএসিডও’র বিভিন্ন কর্মী ও সাংবাদিকগন। অনুষ্ঠানের শুরুতেই সদর থানার পক্ষ থেকে রংপুর রেঞ্জের ডিআইজি মোহা. আবদুল আলীম মাহমুদ পিপিএম কে গার্ড অব অনার প্রদান করা হয়।

ঠাকুরগাঁও থানার শীতাতপ নিয়ন্ত্রিত লাশ ঘরের পরিকল্পনা করেন ঠাকুরগাঁও পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। বাস্তবায়ন করেন সদর থানার অফিসার ইনচার্জ মো: কামাল হোসেন। প্রায় ৮ লাখ টাকা ব্যায়ে নির্মিত লাশ ঘরের অর্থায়ন করেন উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন-ইএসডিও। সহযোগিতায় পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *