এস.বি-সুজন,লালমনিরহাট প্রতিনিধি :
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দৈখাওয়া সীমান্তে ২০ বোতল ফেনসিডিলসহ শামীম আক্তার (৩০) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।
বুধবার (১৪ ডিসেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ১৫ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের দইখাওয়া কোম্পানি কমান্ডার সুবেদার সওদাগর মিয়া।
এর আগে একই দিন ভোরে হাতীবান্ধা উপজেলার দইখাওয়া সীমান্ত থেকে তাকে আটক করা হয়।
আটক শামীম আক্তার ভারতের কুচবিহার জেলার শীতলকুচি থানার গোলে নোহাহাটি এলাকার আব্দুল জেলালের ছেলে।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের দইখাওয়া কোম্পানি কমান্ডার সুবেদার সওদাগর মিয়া বলেন, দৈখাওয়া সীমান্ত অতিক্রম করে দেশে অনুপ্রবেশ করার অভিযোগে ভারতীয় যুবক শামীম আক্তারকে আটক করে বিজিবির টহল দল। পরে তার দেহ তল্লাশি করে ২০ বোতল ফেনসিডিল পাওয়া যায়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অনুপ্রবেশের অভিযোগে হাতীবান্ধা থানায় মামলা দায়ের করে আটক যুবককে পুলিশে সোপর্দ করা হয়েছে।