ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে স্বাধীনতার স্থপতি হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের “ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস ২০১৭ উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ ও তার অংগসংগঠনের গৃহীত কর্মসুচীর আওতায় আলোচনা সভা তাদের নিজস্ব কার্যালয়ে মঙ্গলবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি ইয়াসিন আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহসভাপতি আইয়ুব আলী মন্ডল, সাধারণ সম্পাদক ডাঃ আশরাফুল হক চুনু, মুক্তিযোদ্ধা আফসার আলী, জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য ও কোষাধ্যক্ষ পিয়ারজাহান, সাংগঠনিক সম্পাদক প্রভাষক রাব্বুল হোসেন, জাতীয় শ্রমিকলীগের সভাপতি নুরুল ইসলাম আর্মিসহ ইউনিয়ন আ’লীগ সভাপতি-সম্পাদকগণ, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অংগসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল সদস্য, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দেশ-জাতির সার্বিক উন্নয়ন ও মঙ্গল কামনা করে দোয়া করেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডাঃ আশরাফুল হক চুনু ডাক্তার।