এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম)ঃ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ০৬ গ্রাম হিরোইন সহ আলমগীর হোসেন (৩৫) নামে এক মাদক কারবারী কে আটক করেছে থানা পুলিশ। সে উপজেলার সদর ইউনিয়নের গোপালপুর গ্রামের কবির হোসেনের পুত্র। এ সময় তার কাছ থেকে নগদ ৪ হাজার ৫শ টাকা উদ্ধার করা হয়।
পুলিশ সুত্রে জানা গেছে, রবিবার (১৮ ডিসেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদরের ভুরুঙ্গামারী বাজারের গরুর হাটে অভিযান চালিয়ে ০৬ গ্রাম হিরোইন ও টাকা সহ আলমগীরকে হাতেনাতে আটক করে থানা পুলিশ।
ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আলমগীর পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের পুর্বক কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে। কুড়িগ্রাম জেলা পুলিশের নির্দেশনায় নিয়মিত মাদক বিরোধী অভিযান চলছে এবং এ অভিযান অব্যাহত থাকবে।