এস.বি-সুজন, লালমনিরহাট প্রতিনিধি :
লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র আয়োজনে শীতার্ত, অসহায় দরিদ্রদের মাঝে- শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুর ১২টায় চেম্বার ভবনে লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব শেখ আব্দুল হামিদ বাবু-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মোঃ মতিয়ার রহমান।
এ সময় লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি আলহাজ্ব শাহ্ আলম শেখ, পরিচালক আলহাজ্ব শাহজাহান আলী প্রামানিক লাভলু, মোঃ আওলাদ হোসেন লিটন, আলী হাসান নয়ন, আলহাজ্ব খোরশেদ আহমেদ দুলাল, আলহাজ্ব মোঃ সেকেন্দার আলী, মোঃ আব্দুল খালেক বাবু, শাহাদাত হোসেন, রমজান আলী সুজন প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, ১হাজার শীতার্ত, অসহায় দরিদ্রদের মাঝে- শীতবস্ত্র বিতরণ করা হয়।