তৈয়বুর রহমান, কুড়িগ্রাম :
কুড়িগ্রামে শীতার্ত সহস্রাধিক ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরন করেছে একে বাড়েই নতুন “নৈতিক সমাজ” নামের একটি রাজনৈতিক দল।
শনিবার সকালে কুড়িগ্রাম পৌরসভার মোল্লা পাড়ায় অবস্থিত দলের নিজস্ব কার্যালয়ের সামন থেকে দলের চেয়ারপার্সন মেজর জেনারেল(অবঃ) আসমা আমিন এর পক্ষ থেকে এসব কম্বল বিতরন করা হচ্ছে বলে ঘোষণা দিয়ে বিতরণ কার্যক্রম শুরু করেন।
এসময় সেখানে উপস্থিত ছিলেন দলের জেলা কমিটির আহবায়ক মজিবর রহমান, সদস্য সচিব রোকনুজ্জামান রোকন, বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম দুলাল প্রমুখ।
দলটির পক্ষ থেকে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে শীতার্ত ছিন্নমূল মানুষের মাঝে কম্বলসহ বিভিন্ন প্রকার শীত বস্ত্র বিতরন করা হয়।
অন্যদিকে একইদিন কুড়িগ্রামে ক্লাব-৮৪ এর উদ্যোগে শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে পৌরসভা চত্বরে কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন- পৌর মেয়র কাজিউল ইসলাম, পৌর কাউন্সিলর রোস্তম আলী তোতা, হারুনুজ্জামান হারুন, ক্লাব-৮৪ এর সভাপতি আলম হায়দার, সাধারণ সম্পাদক সামিউল হুদা লাভলু, ক্লাব-৮৪ এর সদস্য নাজমা বেগম সরকার দিনা, মালা দেব প্রমূখ।
এসময় পৌর এলাকার ৩’শ ৫০ জন অসহায় শীতার্তদের হাতে কম্বল তুলে দেওয়া হয়। উদ্যোক্তারা জানান, ক্লাব-৮৪ হচ্ছে এসএসসি ৮৪ ব্যাচের শিক্ষার্থীদের সংগঠন। এ সংগঠনের মাধ্যমে আর্ত-মানবতার সেবায় কাজ করা হয়।