মুর্শিদ আলম মুরাদ, লালমনিরহাট (আদিতমারী) প্রতিনিধিঃ
লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের তালুকদুলালী গ্রামের হাজিটারীতে, মাদরাসা আবু আব্দুল্লাহ মদিনাতুল উলুম এর মাঠ প্রাঙ্গনে। শিশু বৃদ্ধ ও মহিলাদের মাঝে শীত বস্ত্র বিতরন করা সহ মক্তবের শিক্ষার্থীদের মাঝে বই বিতরন করা হয়। ৮ই জানুয়ারি রবিবার দুপুরে এই শীত বস্ত্র ও বই বিতরনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। উত্তরের সিমান্ত ঘেষা গ্রামিন এলাকায় শীতের তীব্রতা যখন হাড় কাপানো ঠিক তখনই, এই শীত বস্ত্রহীন মানুষের শীত মোকাবেলায় পাশে দারানোর চেষ্টা করেন, ঢাকা মালিবাগের, ঈমাম খতিব পরিষদ।
এসময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঈমাম খতিব পরিষদের সভাপতি, হযরত মাওলানা সাইদুর রহমান সাহেব সহ তার সফর সঙ্গিরা,আরো উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান,হাফেজ ফজলুল হক, জনাব আব্দুর রহমান অবসর প্রাপ্ত বিজিবি সদস্য সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।এসময় বক্তারা সকল মুসলিম ধর্মের মানুষের উদ্দেশ্যে বলেন তারা যেন তাদের সন্তানদের দ্বিনি শিক্ষা প্রদান করেন।