ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
ভুরুঙ্গামারীতে ১১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ভুরুঙ্গামারী থানা পুলিশ।
কুড়িগ্রাম জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে গতকাল রবিবার(৮জানুয়ারী) রাত ১০.৪৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চর ভুরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর গ্রামের আব্দুল লতিফের পুত্র মোরশেদ আলী(৩৭) এর বাড়িতে অভিযান চালিয়ে ১১ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করে।এলাকাবাসী জানায় মোরশেদ দীর্ঘদিন থেকে মাদক ব্যবসায় জড়িত। ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের পুর্বক বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদক বিরোধী অভিযান চলছে এবং অভিযান অব্যাহত থাকবে।
![](https://asianbanglanews.com/wp-content/uploads/2023/01/IMG-20230109-WA0016.jpg)