ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠি সুগন্ধা নদীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ভবানীপুর ও দেউড়ীচর থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ২২ জন শ্রমিকসহ চারটি টলার আটক করেছেন । পাশাপাশি সুগন্ধা নদী থেকে অবৈধ এক হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিলন চাকমা।
আজ সোমবার দুপুর সাড়ে বারোটার সময় এ ঘটনা ঘটে।
আটককৃত ট্রলার মালিক মাহবুব পাটোয়ারীকে ২ লক্ষ টাকা , মোঃ ইসমাইল হোসেনকে দেড় লক্ষ টাকা, মো: ইউসুফ আকনকে দেড় লক্ষ টাকা মোট ৫ লক্ষ টাকা জরিমানা প্রদান করেন অনাদায়ে তিন মাসের জেল প্রদান করেন ঝালকাঠি জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিলন চাকমা।
আসামিরা নগদ টাকা ভ্রাম্যমান আদালতকে বুঝিয়ে দিয়ে ট্রলার ও শ্রমিককে মুক্ত করেন। এবং হলফ নামায় স্বাক্ষর করেন আর কোনদিন এই অবৈধ ব্যবসা তারা করবেন না। পরে মাটিগুলো ঝালকাঠি ডিসি পার্কের সামনের সুগন্ধা নদীতে ফেলে দেওয়া হয়।
জব্দকৃত অবৈধ কারেন্ট জাল গুলো ডিসি পার্কের সামনে পুড়িয়ে ফেলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *