বিশেষ প্রতিবেদনঃ
ভুরুঙ্গামারীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ছবিল উদ্দিনের দাফন সম্পন্ন হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা ছবিল উদ্দিন ভুরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামের মৃত ঘুতু শেখের পুত্র।
১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় টগবগে যুবক ছবিল উদ্দিন দেশকে ভালবেসে এদেশকে পাকিস্তানের হানাদার বাহিনীর হাত থেকে মুক্ত করতে জীবনকে বাজী রেখে মুক্তিযুদ্ধে অংশ গ্রহন করলে তৎকালীন পাক-হানাদার বাহিনীর দোসর রাজাকার বাহিনীর সহায়তায় তার পিতা ও এক কন্যাকে ব্রাশ ফায়ারে নির্মমভাবে হত্যা করেন। এদিকে পিতা ও কন্যাকে হারিয়েও মনোবল হারায়নি এই মহান বীর মুক্তিযোদ্ধা ছবিল উদ্দিন। তিনি ৬ নং সেক্টরে যুদ্ধে বীরত্বের সাথে যুদ্ধ করে দেশ স্বাধীন হলে আবার নিজ এলাকায় প্রত্যাবর্তন করেন।সংসার জীবনে তিনি তিন পুত্রের জনক। গত ৯ জানুয়ারী রাত সাড়ে ৯ ঘটিকার সময় বার্ধক্য জনিত কারনে তার মৃত্যুহলে এলাকায় শোকের ছায়া নেমে পরে।সোমবার দুপুর ২.৩০ মিনিটে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।তার জানাজা নামাজে সহস্রাধিক ধর্মপ্রাণ মুসলমানেরা অংশ গ্রহন করে।তার মৃত্যুতে এশিয়ান বাংলা নিউজ সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়।
![](https://asianbanglanews.com/wp-content/uploads/2023/01/received_694210792252894.jpeg)