গোলাপ হোসেন, জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এস এম সোলায়মান আলী ও তার স্ত্রী জেলা পরিষদের সদস্য ও জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবিনা চৌধুরী দম্পতি বিভিন্ন ইউনিয়নে অসহায় হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে গত কয়েক দিন থেকে বিভিন্ন ইউনিয়নে কম্বল বিতরণ করছেন।
এরই ধারাবাহিকতায় (১১ জানুয়ারী) বুধবার রাতে জয়পুরহাট সদর উপজেলার বম্বুু ইউনিয়নের পল্লী বিদুৎ সহ আশপাশের এলাকায় কয়েক শত কম্বল বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য সাবিনা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আয়শা সিদ্দিকা আশা, বম্বু ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাজাহান আলী সাধারণ সম্পাদক ফারুক হোসেন সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দরা।