প্রেস বিজ্ঞপ্তি
সংবাদযোদ্ধা আশিক হত্যার বিচার দ্রুত কার্যকর করার দাবি জানিয়েছে অনলাইন প্রেস ইউনিটি। ১২ জানুয়ারি প্রেরিত এক বিবৃতিতে ইউনিটির কার্যকরী সভাপতি অধ্যাপক শুভঙ্কর দেবনাথ, প্রতিষ্ঠাতা কলামিস্ট মোমিন মেহেদী, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবদুল অদুদ, এম লোকমান হোসাঈন, আইয়ুব রানা, মহাসচিব পলাশ চন্দ্র প্রমুখ বিবৃতিতে বলেন, বিচারের সংস্কৃতি না থাকায় একের পর এক সংবাদযোদ্ধা হত্যাকাণ্ড চলছেই, সাগর-রুণীসহ সকল সংবাদযোদ্ধা হত্যার বিচার না হওয়ায় অপরাধী-দুর্নীতিবাজেরা একের পর এক সংবাদযোদ্ধা ও সংবাদমাধ্যমের উপর চড়াও হচ্ছে।
বায়ান্নকে প্রেরণা-একাত্তরকে চেতনা করে সংবাদযোদ্ধাদেরকে ঐক্যবদ্ধ করে কর্মসূচি অব্যহত রাখতে আহবান জানিয়েছেন সংবাদযোদ্ধা ও অনলাইন এক্ট্রিভিটিস্টদের প্রতি।