কুড়িগ্রাম প্রতিনিধিঃ
১০ দফা দাবি ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা বিএনপি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। সোমবার বেলা ১১টায় উপজেলা বিএনপি ও যুবদলের আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি উপজেলা পাম্পের মোড় এলাকা থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ সভাপতি আবু হানিফা, সহ-সভাপতি সাহেব আলী, যুগ্ম সম্পাদক সাদাকাত হোসেন সাজু, সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক ফজলুল হক, যুবদল নেতা আমজাদ হোসেন, তাইবুর রহমান প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *