কবি-শৈলেন্দ্র নাথ পোদ্দার।
শীতের সকাল হিমেল বাতাস
কাটেনি কুয়াশা ঘোর।
জাগেনি তখনো নগর জীবন
খোলেনি ঘরের দোর।
শৈত্য প্রবাহ শীতের প্রদাহ
প্রকট হয়েছে ভারি।
প্রকৃতি করেছে কঠিন কঠোর
শীতের শাসন জারি।
মেলেনি তখনো সূর্যের খোঁজ
ফোটেনি আলোর রেখা।
বস্ত্র বিহীন অসিতি প্রবীণ
কষ্ট যায় না দেখা।
আদুল শরীর যত পথ শিশু
পথের কিনারে বসে।
খড় কুটো দিয়ে আগুন জ্বালিয়ে
যুজিছে শীতেরে হেসে।
পর্ণকুটির ফুটো চালা ঘর
ছেড়া পলিথিন দিয়ে।
ঘিরে চারিধার সে কী যে প্রয়াস
শীত নিবারিতে গিয়ে।
ভিতরে জননী ছিন্ন বসনা
মাসুম বাচ্চা নিয়ে।
বুকে চেপে তারে উষ্ণ করিছে
সব টুকু স্নেহ দিয়ে।
করে উপহাস বেহায়া বাতাস
নিলাজ শীতের চেলা।
রয়েছে আশায় যত অসহায়
কখন উঠিবে বেলা।