নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সমাজ সেবামূলক সংগঠন রশীদ মন্ডল ফাউন্ডেশনের বর্ষপূতি পালিত হয়েছে। রশীদ মন্ডল ফাউন্ডেশনের আয়োজনে ১৯ জানুয়ারী নাগেশ্বরী পৌরসভা হলরুমে বর্ষপূতি উপলক্ষে কেক কাটা, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ, শিতার্তদের মাঝে শীতের পোশাক, মেধাবী শিক্ষার্থীদের বই বিতরণ ও ক্রেষ্ট প্রদান করা হয়েছে। ফাউন্ডেশনের চেয়ারম্যান মিজানুর রহমান মিজানের সভাপত্বিতে বক্তব্য রাখেন প্রধান অতিথি পৌর মেয়র মোহাম্মদ হোসেন ফাকু ও প্রেসক্লাব নাগেশ্বরীর সভাপতি লিটন চৌধুরী । এ সময় উপস্থিত ছিলেন, অধ্যাপক রফিকুল ইসলাম,শামিম আহছান উজ্জল,প্রভাষক কবির হোসেন, লাম আলিফের পরিচালক আমিনুল ইসলাম আমিন,সমাজ সেবক আতিকুল ইসলাম আতিক, নিজাম উদ্দিন,সোহেল আহমেদ,রশিদ রাশেদ ও সাদিকুল ইসলাস সোহেল, দপ্তর সম্পাদক মিজানুর রহমান সরদার, পৌর পরির্দশক সফিয়ার রহমান, সমাজ সেবক আব্দুর রশিদ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক কাজী নজরুল ইসলাম।