এ,কে,এম হাসানুজ্জামান
কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স বিল্ডিং এর বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে, খসে পড়ছে বিভিন্ন স্থানের টাইলস। ঠিকাদার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলার কারণে এমন ঘটনা ঘটেছে বলে মনে করেন স্থানীয় সুধীজনেরা ।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, হাসপাতালের নতুন ভবনে ডাক্তার এবং জনসাধারনের পদচারণা একেবারেই কম , ফলশ্রুতিতে এয়ার কন্ডিশন এবং চিকিৎসার সরঞ্জামাদি মরিচা ধরে নষ্ট হয়ে যাচ্ছে। ফলে অত্র এলাকাবাসী সরকারের চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে।
জানা যায় ২০১৫ সালে ৩১ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সটিকে ৫০ শয্যায় উন্নত করা হয়। তৈরি করা হয় নতুন এ ভুবন। এত অল্প সময় বিল্ডিং এর ফাটল, টাইলস খুলে পড়া চুন খসে পড়া নিয়ে এলাকায় সমালোচনার ঝড় বইছে।

এ ব্যাপারে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও রফিকুল ইসলাম বলেন- প্লাস্টারের একটু সমস্যা হয়েছে ,পানির লাইনে ও সমস্যা রয়েছে। কোথায় টাইলস খুলে পড়েছে আমার জানা নেই।
এ ব্যাপারে রাজিবপুর স্বাস্থ্য কমপ্লেক্সের ইউ এইচ এন্ড এফ পি ও (UH & FPO) মোহাম্মদ সারোয়ার জাহান বিএমএফ টেলিভিশনকে বলেন- আমাদের হসপিটালের সমস্ত বিল্ডিং গুলির কাজ করেন হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। আমরা তাদের পুরো বিষয়টি জানিয়েছি , উনারা ইনস্পেকশনে আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *