মুর্শিদ আলম মুরাদ লালমনিরহাট আদিতমারী প্রতিনিধিঃ
লালমনিরহাটের আদিতমারী উপজেলা প্রেসক্লাবে দৈনিক ভোরের দর্পণ পত্রিকার ২৩ বছর পদার্পণ উপলক্ষ্যে প্রতিষ্ঠা বার্ষিকি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার বিকাল ৪ ঘটিকায় আদিতমারী প্রেস ক্লাবে পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। উক্ত অনুষ্ঠানে প্রভাষক সাইদুল ইসলাম সুমনের উপস্থাপনায় বক্তব্য রাখেন আদিতমারী উপজেলা সদর,ভাদাই ইউনিয়নের চেয়ারম্যান কৃষ্ণ কান্ত রায় বিদুর, সারপুকুর ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ূন কবির, আদিতমারী প্রেস ক্লাবের সভাপতি ফরহাদ আলম সুমন, সাধারণ সম্পাদক সুলতান হোসেন, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক ভোরের দর্পণ আদিতমারী উপজেলা প্রতিনিধি মোঃ গোলাপ মিয়া, দৈনিক যায় যায় দিনের প্রতিনিধি কামরুজ্জামান শিমুল ,প্রেস ক্লাবের সদস্য ও বিএমএফ টেলিভিশনের আদিতমারী প্রতিনিধি, মুর্শিদ আলম মুরাদ প্রেস ক্লাবের সদস্য আবু বকর সিদ্দিক যুবলীগের নেতা মিলন রায় ও ছাত্রলীগ নেতা যাদু, দূর্জয় প্রমুখ
এসময় উপস্থিত সাংবাদিকরা বলেন, আসুন আমরা সবাই ঐক্য বদ্ধ হয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যোমে, দেশের উন্নয়নে নিজেদের উৎসর্গ করি।