লালমনিরহাট প্রতিনিধিঃ
দূর্বৃত্তদের হামলায় লালমনিরহাটের পাটগ্রাম মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ওয়াজেদ আলী (৬০) নিহত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৯টায় হামলার শিকার অধ্যক্ষকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’ নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টায় তাঁর মৃত্যু হয়।
স্থানীয় জনগণ ও থানা পুলিশ সূত্র জানায়, অধ্যক্ষ ওয়াজেদ আলী (৬৫) রাত সাড়ে ৯টার দিকে পাটগ্রাম রসূলগঞ্জ (পোস্ট অফিস পাড়া) সরকারি হুজুর উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের সংলগ্ন তার নিজ বাড়িতে পায়ে হেঁটে যাওয়ার সময় দুর্বৃত্তদের দ্বারা গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। পরে স্থানীয় লোকজন আহত ওয়াজেদ আলীকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তিনি মারা যান।
পাটগ্রাম থানার ওসি তদন্ত আব্দুল মুত্তালিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।